ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকেই দুবাই, শারজাহ ও আজমানসহ প্রায় সব জায়গায় বৃষ্টি হয়।
দুবাই ইনভেস্টমেন্ট পার্ক (ডিআইপি), আল বারশা, নাদ আল শেবা, সিলিকন ওয়েসিস, বিজনেস বে, জুমাইরাহ এবং আশপাশের এলাকাসহ দুবাইয়ের অনেক অংশে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে।
দেশটির আবহাওয়া অফিস জানায়, আবুধাবি ও ফুজাইরার কিছু অংশেও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির জারি করা হলুদ ও কমলা সতর্কতা অনুযায়ী, আমিরাত জুড়ে আরও বৃষ্টি হতে পারে।