ইউকে শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

নেপালে কুড়িয়ে পাওয়া কোটি টাকা ফেরত দিলেন এক বাংলাদেশি

নেপালে কুড়িয়ে পাওয়া কোটি টাকা ফেরত দিলেন এক বাংলাদেশি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কুড়িয়ে পাওয়া এক লাখ ডলার ও পাসপোর্টসহ ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সুপ্ত ভূষণ বড়ুয়া। তিনি বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান।
গত বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে এ ঘটনাটি ঘটেছে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেপাল সফর শেষে বাংলাদেশে ফেরার পথে বিমান বন্দরে ছোট একটি ব্যাগ কুড়িয়ে পায়। তাৎক্ষণিক কুড়িয়ে পাওয়া সেই ব্যাগটি ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

ব্যাগ হারানো ওই ব্যক্তি হংকংয়ের নাগরিক বলে জানা গেছে। ব্যাগে ১ লাখ ডলার এবং পাসপোর্ট ছিল বলে বিষয়টি নিশ্চিত করেন ওই হংকংকের নাগরিক। পরে ডলার ও পাসপোর্টসহ ব্যাগটি ফিরে পেয়ে তিনি বাংলাদেশি নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ