ইউকে শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
হেডলাইন

ভক্তকে পাটেকর থাপ্পড়, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

ভক্তকে পাটেকর থাপ্পড়, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাস্তায় দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। তার চারপাশে দাঁড়িয়ে আছেন অনেকে। একজন ব্যক্তি মোবাইল নিয়ে তার কাছে যেতেই, মাথার পেছনে কষিয়ে থাপ্পড় মারেন নানা পাটেকর। এরপর এ অভিনেতার পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক ব্যক্তি ওই ভক্তকে সরিয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। এরপর থেকে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। নেটিজেনদের অনেকে তাকে ‘অহংকারী’ ও ‘অপমানজনক’ আচরণ বলে মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আজ তাক এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক অনিল শর্মার নতুন সিনেমায় কাজ করছেন নানা পাটেকর। ভারতের উত্তর প্রদেশের বারানসিতে সিনেমাটির শুটিং করছেন তারা। সেখানেই এ ঘটনা ঘটেছে। কিন্তু ঘটনাটি সত্য নয় বলে দাবি করেছেন অনিল শর্মা।

সংবাদমাধ্যমটিকে অনিল শর্মা বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। নানা কাউকে আঘাত করেননি। এটি আমার সিনেমার একটি দৃশ্য। বারানসির রাস্তার মাঝে দৃশ্যটির শুটিং করেছি। যেখান এক ব্যক্তি নানার কাছে গেলে তাকে থাপ্পড় মারেন। আর ওই দৃশ্যটি উপস্থিত মানুষ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন।’

অনুরোধ জানিয়ে অনিল শর্মা বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানাকে উদ্দেশ্য করে সবাই নেতিবাচক মন্তব্য করছেন। কিন্তু এটি ঠিক না। আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করছি, ভিডিওটি সিনেমার দৃশ্য, এর আসল কারণ বোঝার চেষ্টা করুন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com