ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

শাবিপ্রবি বিএনপিপন্থী শিক্ষকদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আহ্বান

শাবিপ্রবি বিএনপিপন্থী শিক্ষকদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আহ্বান
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষকরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং জিয়া পরিষদ শাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, শাবিপ্রবি জিয়া পরিষদ এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যৌথভাবে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি নিরপেক্ষ সকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে। এতে বলা হয়, রক্তক্ষয়ী মহান মক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র ছিল গণতন্ত্র। আর গণতন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় হল বিভিন্ন মত-পদ্ম, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় স্বাধীনতা এবং এদের চর্চা করা।
গণতান্ত্রিক দেশে রাষ্ট্রক্ষমতায় যেমন সরকারী দল থাকবে তেমনি বিরোধী দলও স্বমহিমায় অবস্থান করবে। উভয় পক্ষের সম্মিলিত অবদান দেশ ও জাতিকে উন্নতির শীর্ষে পৌঁছায়। কিন্তু বিগত বছরগুলোতে দেশীয় এবং আন্তর্জাতিক সমাধ্যমের প্রতিবেদন থেকে প্রতিয়মান হচ্ছে যে, ভিন্নমত দমনে যেমন সরকারী দল নানান ফন্দি-ফিকির করে যাচ্ছে তেমনি রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বিরোধীদল তথা সাধারণ জনগনকে নির্যাতনের হাতিয়ার হিসেবে। বিভিন্ন সভা-সমাবেশে সাদাপোশাকে মুখোশ পরিহিতদের হামলা, বিরোধীদলের রাজনৈতিক সমাবেশে টিয়ারসেল, জলকামান, সাউন্ডগ্রেনেড দিয়ে পুলিশী আক্রমণ করা ও মামলায় জড়ানো যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। এসব দেখে পেশাজীবী, বুদ্ধিজীবী, শ্রমজীবী, সাধারণ কর্মজীবী থেকে শুরু করে রাজনৈতিক, অরাজনৈতিক তথা সকল শ্রেণী ও পেশার মানুষ হতবাক। অধিকন্তু দ্রব্যগুলোর চলমান ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন ধারণ দুর্বিসহ হয়ে উঠেছে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেক আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা উপরোক্ত বিষয়গুলো উল্লেখ করে এসব নিরসনের জন্য বারবার সরকারকে তাগাদা দিলেও তা প্রশমিত না হয়ে বরং দিনদিন বেড়েই চলেছে। শাবিপ্রবি জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যৌথভাবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রীয় ছত্রছায়ায় গুমখুন, বিচারবহির্ভূত হত্যা, গণগ্রেফতার, বিনাকারণে জাতীয় তথা বিরোধী দলের নেতৃবৃন্দকে কারাবন্দি করে গোপন স্থানে নিয়ে নির্যাতন, বিচারহীনতা, মানবাধিকার লঙ্ঘন এবং সর্বপরি দেশের বর্তমান রাজনৈতিক অরাজকতায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
আর এসব থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগনের প্রতিনিধিত্বকারী সরকার। এতে আরো বলা হয়, আগামী জানুয়ারী ২০২৪ সালে হতে যাচ্ছে দেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যাতে ২০১৪ বা ২০১৮ সালের মত প্রশ্নবিদ্ধ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজন একটি নিরপেক্ষ এবং অংশগ্রহনমূলক নির্বাচন। বর্তমান প্রেক্ষাপটে এই অংশগ্রহনমূলক নির্বাচনের নিমিত্তে প্রয়োজন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এক অর্থবহ সংলাপ।
আমাদের উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক সম্প্রদায় রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার জন্য প্রতিনিয়ত তাগাদা দিয়ে। আমরা শাবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষক সমাজ মহামান্য রাষ্ট্রপতির কাছে কারাবন্দি বিরোধী দলের তথা জাতীয় নেতৃবৃন্দদেরকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটি অর্থবহ সংলাপ আয়োজনের উদাত্ত আহবান জানাচ্ছি।
একই সাথে উমা সহযোগী দেশ ও জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সমূহের পরামর্শ গ্রহন করে এবং দেশের আপামর জনগনের মনোভাবের প্রতি শ্রদ্ধা জাি একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহন মূলক নির্বাচন আয়োজনের জন্য জোর দাবী জানাচ্ছি। এই বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদের শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ডঃ মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. খালিদুর রহমান, সদস্য সচিব অধ্যাপ ডঃ শাহ মোঃ আতিকুল হক স্বাক্ষর করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ