
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নবীগঞ্জে থানার ওসির পরিচয়ে ফোন করে একটি প্রতারক চক্র অভিনব কায়দায় উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করছে।
গত কয়েক দিন ধরে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জনাব মোঃ মাসুক আলীর পরিচয় দিয়ে বিকাশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন লোকজনকে চাপ প্রয়োগ করছে ওই প্রতারক চক্রটি। সন্ধানে জানা যায় যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র ০১৩০২-২৫৮৪৭৫ নাম্বার থেকে উপজেলার বিভিন্ন চাকুরীজীবি ও ব্যবসায়ীদেরকে ফোন করে মোবাইল নাম্বারে ভূলে বিকাশে টাকা চলে গেছে এবং ম্যাসেজ পাঠিয়ে টাকা বিকাশে ফেরৎ দেওয়ার জন্য ফোন করে চাপ প্রয়োগসহ অভিনব কায়দায় টাকা নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে উপজেলাবাসীকে প্রতারক চক্র হতে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ওসি জনাব মোঃ মাসুক আলী। প্রতারকের নাম ঠিকানা সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ওসি।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী আরও বলেন, কয়েকজন ব্যক্তি মৌখিক ভাবে ঘটনাটি জানিয়েছে। ওসি আরও বলেন প্রতারকের নাম্বর শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।