ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

তাহিরপুরে চোরাই পথে কয়লা আনতে গিয়ে মাটিচাপায় বাংলাদেশি নি হ ত

তাহিরপুরে চোরাই পথে কয়লা আনতে গিয়ে মাটিচাপায় বাংলাদেশি নি হ ত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভারত থেকে চোরাই কয়লা আনতে গিয়ে গুহার ভেতরে মাটিচাপায় নুরুল হক (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (১২ নভেম্বর) সকালের দিকে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের লাকমা ছড়ার পশ্চিম পাড়ের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার লাকমা সীমান্তে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা দিয়ে ২০-২৫ জনের একটি দল চোরাই পথে ভারতের অভ্যন্তরে যায়। এসময় গুহা থেকে বস্তায় ভরে কয়লা আনার সময় ওপর থেকে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নুরুল হক মারা যান। এসময় তার সঙ্গে থাকা আরও ৫-৬ জন আহত হন। পরে মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন সঙ্গীরা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ