
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জিততে হলে ২১০ রান করতে হতো সিলেট বিভাগকে। কিন্তু মাত্র ১৫৭ রানেই গুটিয়ে যায় তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি ৫২ রানে জিতে শিরোপা নিশ্চিত করে ঢাকা বিভাগ। সেটাও এক ম্যাচ বাকি থাকতে। এক মৌসুম পর আবারও জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো তারা। সবমিলিয়ে এটি তাদের সপ্তম শিরোপা।
ম্যাচের প্রথম ইনিংসে মাহিদুল ইসলামের সেঞ্চুরিতে ২৬৬ রান করে ঢাকা। জবাবে ২১১ রানে গুটিয়ে যায় সিলেট। ফের বোলিংয়ে নেমে দারুণ পারফরম্যান্স উপহার দেয় তাদের বোলাররা। ঢাকাকে অলআউট করে ১৫৪ রানে। তাই লক্ষ্য পায় ২১০ রানের। তবে গতকাল দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৩৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। আজ শেষ দিন ৬ উইকেটের বিনিমিয়ে কেবল যোগ করে ১১৮ রান।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ঢাকার সংগ্রহ ৩৭ পয়েন্ট। টায়ার ওয়ানে দ্বিতীয়তে থাকা ঢাকা মেট্রোপলিটন থেকে ১৩ পয়েন্ট এগিয়ে আছে তারা। এদিকে রংপুর ও ঢাকা মেট্রোর ম্যাচটি ড্র হয়।