ইউকে সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেট নগরের উন্নয়নে ১৪শ’ ৫৯ কোটি টাকা

পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেট নগরের উন্নয়নে ১৪শ’ ৫৯ কোটি টাকা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির প্রচেষ্টায় সিলেট নগরের উন্নয়নে ১৪শ’ ৫৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন লাভ করেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদের বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের কল্যাণে এবং মহানগরের সম্প্রসারিত এলাকাসহ সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন ইতোপূর্বে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দিয়েছিলেন।

জানা যায় এই টাকার মধ্যে ৩০ ভাগ অর্থাৎ- ৪৩৭ কোটি টাকা ব্যয় হবে সিসিকের নিজস্ব তহবিল থেকে। আর বাকি টাকার মধ্যে বিনা শর্তে সরকার থেকে মিলবে ৪০৮ কোটি এবং ৫ ভাগ সুদে মিলবে ৬১৩ কোটি টাকা।

এদিকে নবনির্বাচিত মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ