ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

redwan nj 1699403746 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) ভোররাতে নিউ জার্সিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় মোহাম্মদ রিদোয়ান হক (২৩) নামের ওই তরুণ নিহত হন। তিনি অ্যামাজনে কাজ করতেন।

দুর্ঘটনার এই খবর নিশ্চিত করেছেন নিউইয়র্কে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশ্রাফ উদ্দিন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওইদিন ভোররাতে নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন অনেক বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ