ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

গাজা যুদ্ধ ইস্যুতে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি

গাজা যুদ্ধ ইস্যুতে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গাজা যুদ্ধ ইস্যুতে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ইমরান হুসাইন। তিনি সংসদ সদস্য এবং কর্মসংস্থান অধিকার ও সুরক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী।

গাজায় ইসরায়েলি হামলার পক্ষে লেবার নেতা কিয়ার স্টারমারের অবস্থানের কারণে তিনি এই পদত্যাগের সিন্ধান্ত নেন। ইমরান হুসাইন দলের ফ্রন্টবেঞ্চ থেকে পদত্যাগ করেছেন।

স্টারমারকে দেওয়া তার পদত্যাগপত্রে ইমরান হুসেইন বলেছেন, “সাম্প্রতিক সময়ে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে, গাজায় চলমান মানবিক বিপর্যয় সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আপনার নেওয়া সিন্ধান্ত থেকে যথেষ্ট আলাদা।”
তিনি আরো উল্লেখ করেন, গত ১১ অক্টোবর একটি সাক্ষাৎকারে লেবার নেতা গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর পদক্ষেপকে সমর্থন করতে দেখা গেছে।

ইমরান হুসাইন লিখেছেন, “আমি আপনার মন্তব্যগুলো স্পষ্ট করার জন্য আপনার পরবর্তী বিবৃতিগুলোর প্রশংসা করি। গাজার মরিয়া পরিস্থিতি মোকাবেলায় বর্ধিত জোর দেওয়া হচ্ছে এই পদক্ষেপেরও প্রশংসা করি।

আমরা উভয়েই রক্তপাত বন্ধ করতে চাই এবং আমি বিশ্বাস করি পার্টিকে আরো এগিয়ে যেতে হবে এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতে হবে।”

তিনি বলেন, “ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে, বেসামরিকদের সুরক্ষার সব আন্তর্জাতিক আইন ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন বা যুদ্ধাপরাধ করার অধিকার থাকতে পারে না।”

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামালারও নিন্দা জানান তিনি।

ইমরান হুসাইন তার পদত্যাগপত্রটি শেষে উল্লেখ করেছেন, তিনি গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির চান।

এ ছাড়া দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অংশ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তির জন্য একটি স্থায়ী ব্যবস্থার বিষয়ে কাজ করার কথা জানান। এই বিষয়ে লেবার পার্টির পেছনে থেকে কাজ চালিয়ে যাবেন জানান তিনি। সূত্র: আল জাজিরা, বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ