ইউকে বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
হেডলাইন

কোম্পানীগঞ্জে সরকারি উপকারভোগীদের সাথে প্রবাসী কল্যাণমন্ত্রীর মতবিনিময়

কোম্পানীগঞ্জে সরকারি উপকারভোগীদের সাথে প্রবাসী কল্যাণমন্ত্রীর মতবিনিময়

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

রবিবার (৫ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী সরকারি বিভিন্ন উপকারভোগীদের কথা শুনেন। অনেকে তাদের উপকারের জন্য সরকারের প্রশংসা করেন। আবার অনেকের অভিযোগের কথাও শুনেন।

পরে মন্ত্রী ৬জন প্রতিবন্ধীকে ছয়টা হুইলচেয়ার, ২৭৯ জন উপকারভোগীদের ৩ হাজার করে নগদ অর্থ প্রদান, ৬টি ক্লাবে ২০ হাজার করে নগদ অর্থ প্রদান করেন। এ সময় মন্ত্রী ৩১’শ ৭০ জন কৃষককে সরকারি প্রণোদনার রবিশস্যের বীজ প্রদান করেন। এর মধ্যে উপজেলা প্রশাসনের রাজস্ব ফান্ড থেকে ৪২০ জনকে ৩কেজি করে সরিষার বীজ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণ মন্ত্রী উপকারভোগীদের বলেন, যে সরকার আপনাদের টাকা দিচ্ছে, বাড়ি দিচ্ছে, ঘর দিচ্ছে, কৃষি উপকরণ ও বীজ দিচ্ছে সেই সরকারকে আপনাদের ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে হবে৷

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল মতিন, সমাজ সেবা কর্মকর্তা আবু সাইদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, অখিল বিশ্বাস, ইয়াকুব আলী, ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ইকবাল হোসেন ইমাদ, আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরীন জাহান ফাতেমা, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সাবেক ছাত্রলীগের সহ সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।

মন্ত্রী এদিন জেলা পরিষদ কর্তৃক নির্মিতব্য ইমরান আহমদ কারিগরি কলেজের ভবন এবং মুজিব কেল্লা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন, আরএইচডি-কোম্পানীগঞ্জ- প্রা. বিদ্যালয় রাস্তার মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ভোলাগঞ্জে অবস্থিত হাজী আলকাছ আলীর মালিকানাধীন সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টের উদ্বোধন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় সেখানে মধ্যাহ্নভুজ করেন মন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ