ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

হবিগঞ্জে অটোরিক্সা ও ব্যাটারীসহ আটক-৩

হবিগঞ্জে অটোরিক্সা ও ব্যাটারীসহ আটক-৩

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জ সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিক্সা ও ব্যাটারীসহ ৩জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ব্যাটারী উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাতে পুলিশ তাদেরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শহরের খোয়াইমুখ সামছুন নাহার মহিলা মাদ্রসার সামন থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সাসহ তিনটি ব্যাটারী চুরি হয়। শনিবার দিবাগত রাতে চৌধুরী বাজার ফাড়ির পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রহিমের নেতৃত্ত্বে অভিযান চালিয়ে বানিয়াচং উপজেলার সাগরদিঘীরপাড় এলাকার মৃত আফসার আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৬), চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের অরুন আলীর ছেলে মোঃ রমজান আলী (২২), নরপতি গ্রামের মোঃ রজব আলীর ছেলে মোঃ আব্দুল বাছির (৩৫)।

এসময় তাদের কাছ থেকে একটি টমটম ও তিনটি ব্যাটারী উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে এসআই মোঃ আব্দুর রহিম জানান, মামলা দায়ের করে রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ