
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সিলেটে ব্যস্ত সময় পার করছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট এসেই নগরীর আখালিয়াস্থ কালীবাড়ীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সরকারের দেশব্যাপি উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত উঠান বৈঠকে যোগ দেন।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নগরীর আম্বরখায় ‘ইনিমার্ট আউটলেট’ এর উদ্বোধন শেষে
সকাল সাড়ে ১১ টায় সিলেট খাদিম নগরের সুরমা গেইটে তামাবিল মহাসড়কে পৃথক এসএমভিটি লেনসহ ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পের প্যাকেজ-২ এর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নের ক্ষেত্রে খুবই আন্তরিক। তাঁর সরকার জনবান্ধব সরকার। দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ,মানুষের জন্য কাজ করে চলেছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। কেননা দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।