ইউকে সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হেডলাইন

বিএনপি ফেইকের মধ্যে আছে, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি ফেইকের মধ্যে আছে, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বিএনপি ফেইকের মধ্যে আছে। তারা এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সুষ্টির পায়তারা করেছিলো। শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও পোড়াও করেছে। পুলিশ, সাংবাদিক, নির্যাতন করেছে তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নগরীর আম্বরখায় ‘ইনিমার্ট আউটলেট’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা তিনি বলেন।
তিনি আরো বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সে জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ।
আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগন ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসবো, না দিলে আসবো না। সন্ত্রাস বাদ দিয়ে জনগণের কাছে যেতে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে পরামর্শ দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ,মানুষের জন্য কাজ করেযোচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

‘ইনিমার্ট আউটলেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সত্যি আমি মুগ্ধ হয়েছি। এখানে সব আছে। এর মাধ্যমে সিলেট একটা নতুন যুগে প্রবেশ করলো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনী সেলিনা মোমেন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নওরোজ জানান মারুফসহ ‘ইনিমার্ট আউটলেটের কর্মকর্তা বৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ