ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জামালগঞ্জে পণ্যের মূল্য সহনীয় রাখতে বণিক সমিতির সভা

জামালগঞ্জে পণ্যের মূল্য সহনীয় রাখতে বণিক সমিতির সভা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে পণ্যের মূল্য সহনীয় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত আটটায় সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির আয়োজনে সাচনা বাজার বট তলায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আহসান আলী, উপজেলা স্বাস্থ্য সহকারী মো. আবুল কালাম আজাদ, সমিতির সাংগঠনিক সম্পাদক মো. খুর্শিদ আলম, সাংস্কৃতিক সম্পাদক আলী আককাছ মুরাদ, সদস্য মো. কবির আলম। সভায় সাচনা বাজারে নিত্য পন্যের মূল্য বৃদ্ধি কিভাবে সহনীয় রাখা যায় সে ব্যাপারে প্রতিটি দোকানে ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা রাখার সিদ্ধান্ত হয়।

বিভিন্ন দপ্তরের অভিযান পরিচালনা শেষে পূণরায় যাতে অসাধু ব্যবসায়ীরা বাজারের দ্রব্য মূল্যের দাম বাড়াতে না পারে সে জন্য সাচনা বাজার বণিক কল্যাণ সমিতিকে দায়িত্ব পালনের পাশাপাশি সকল ব্যবসায়ীরা যেন ক্রেতাদের সাথে সুলভ আচরণ করেন সে দিকে খেয়াল রাখতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ