ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে ছাত্রলীগ-ছাত্রশিবির-ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষ

Screenshot 20231101 134728 Facebook - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বন্দরবাজারে ছাত্রদল-ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিবির ও ছাত্রদলের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ পথচারী ও সাংবাদিক আহত হন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে- বুধবার বেলা সোয়া এগারোটার দিকে ছাত্রদল ও জামাআত ছাত্রশিবিরের পৃথক মিছিল মহাজনপট্টি এলাকা থেকে বের হয়ে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এসে অবস্থান নেয়। সাথে সাথে এখানে পুলিশ চলে আসলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সরে যায়।

পরবর্তীতে ছাত্রলীগের অপর একটি মিছিল করিম উল্লাহ মার্কেটের দিকে চলে আসলে ছাত্রদল-জামাআত-শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়ে যায়। তিন পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সাথে এসে মিলিত হলে তাদের ধাওয়ার মুখে বিএনপি জামাআতের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ