ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

বালাগঞ্জে সিএনজি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি আনোয়ার, সাধারণ শামীম

বালাগঞ্জে সিএনজি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি আনোয়ার, সাধারণ শামীম

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ৭০৭ এর অর্ন্তভূক্ত বালাগঞ্জ উপ-পরিষদ শাখায় ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বালাগঞ্জ বাসষ্টেন্ড সংলগ্ন এম.এ খান অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-পরিষদ শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মো. আনোয়ার হোসেন চেয়ার প্রতীকে ২৭৭ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. শামীম আহমদ চাকা প্রতীকে ২২৯ ভোট, সহ-সভাপতি পদে মোঃ মিজানুর রহমান জামাল বাঘ প্রতীকে ২৩৯ ভোট, সহ-সম্পাদক পদে মোঃ হেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীকে ২৯৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে রুহেল আহমদ প্রিন্স তালাচাবি প্রতীকে ২৯০ ভোট, সদস্য পদে মো. আজমান আলী ঘুড়ি প্রতীকে ২৬৬ ভোট, সদস্য পদে মো. বাবুল মিয়া ফুটবল প্রতীকে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনাকারী কমিটির যারা উপস্থিত ছিলেন সিলেট জেলা ৭০৭ শাখার নির্বাচন কমিশনার মানিক খান। তার সাথে আরো বিভিন্ন দায়িত্ব পালন করেন, সাহাবুদ্দিন মিয়া, সুন্দর আলী খান, কাওছার আহমদ, আব্দুল জলিল, রাজা আহমদ, সুজন আহমদ প্রমুখ। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কাজ করেছেন আহবায়ক কমিটির সদ্য সাবেক আহবায়ক সেলিম আহমদ, যুগ্ম আহবায়ক শেখ খালেদ, সদস্য কাজল মিয়া, আলী হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ