ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে হরতাল-অবরোধ চলছে

সিলেটে হরতাল-অবরোধ চলছে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে হরতাল এবং অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর অবস্থার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
বুধবার (১লা নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। পিকেটিংকালে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে যুবদল কর্মী জিল্লুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে তারা এই হরতালের ডাক দেয়।

অন্যদিকে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবারও (১ নভেম্বর) সিলেটে চলছে না কোনো বাস। সকাল হতে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। শিডিউলমতো কালনি এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত কিছু গাড়ি সীমিত আকারে চলাচল করছে। সিলেটে দোকানপাট ও শপিংমল হরতালের কারণে বন্ধ রয়েছে।

সিলেটে গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। টহল দিচ্ছে বিভিন্ন সড়কে। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের রাস্তায় দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে তাদেরকে বিভিন্ন গলিতে অবস্থান করতে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ