ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটসহ সারাদেশে অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ, ভোগান্তি

সিলেটসহ সারাদেশে অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ, ভোগান্তি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিএনপি-জামায়াতের তিনদিনব্যাপী অবরোধের প্রথমদিনে সিলেটসহ সারাদেশে দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি সীমা ছাড়িয়েছে। নাজেহাল হচ্ছেন সবাই।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে সোয়া আটটা পর্যন্ত মিরপুর, গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় ঘুরে অবরোধ কর্মসূচির পক্ষে বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা না গেলেও যান চলাচল বন্ধ রয়েছে। এই অবরোধে সবখানেই আতঙ্ক দেখা যাচ্ছে। গন্তব্যে যেতে গাড়ি পেতে বেগ পেতে হচ্ছে অনেককেই। আবার অনেকে যাচ্ছেন ভেঙে ভেঙে।

সরেজমিনে জানা গেছে, দূরপাল্লায় চলছে হানিফ পরিবহন, সোহাগ, শ্যামলীর বাস। পাশাপাশি হানিফ, নাবিল পরিবহন, শ্যামলী পরিবহনের বাস ঢুকেছে ঢাকায়।

এছাড়া, ঢাকার অভ্যন্তরে ও আন্তঃজেলার মধ্যে চলছে বৈশাখী পরিবহন, রাজধানী সুপার সার্ভিস, ইতিহাস পরিবহন, ডি-লিঙ্ক, সাভার পরিবহন, বিআরটিসির বাস। এর বাইরে সিএনজি, পণ্য ও মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, রিকশা, মোটরসাইকেল চলতে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ