ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

অবশেষে মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদলি

অবশেষে মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদলি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঘুষ বানিজ্য সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মাধবপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেনে’র বদলির আদেশ হয়েছে। তবে আদেশে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

২৯ শে অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ঢাকা এর উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মাধবপুর থেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় যোগদানের আদেশ দেওয়া হয়েছে।

আগামী ৭ নভেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা বেধে দেওয়া হয় প্রজ্ঞাপনে। উল্লেখ্য যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন দীর্ঘদিন যাবত মাধবপুরে একটি সিন্ডিকেট তৈরি করে তাদের মাধ্যমে ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছিলেন। জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ এর আয়া নিয়োগের জন্য আশি হাজার টাকা ঘুষ নিয়ে কমিটির কারণে নিয়োগ দিতে না পেরে ঘুষের সত্তর হাজার টাকা ফেরত দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের প্রধান আবুল হোসেনের বদলির খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন।’আ’ আদ্যাক্ষর দিয়ে নাম শুরু এমন একজন প্রধান শিক্ষক জানিয়েছেন, মাধবপুরে এমন অসৎ শিক্ষা অফিসার এর আগে কখনোই আসেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ