ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে বিএনপি-জামায়াতের ৫৩৯ জন কে আসামি করে ৫টি মামলা

সিলেটে বিএনপি-জামায়াতের ৫৩৯ জন কে আসামি করে ৫টি মামলা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে রবিবার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধের ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় ৬৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৪৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর মধ্যে এয়ারপোর্ট থানায় একটি, জালালাবাদ থানায় একটি, দক্ষিণ সুরমা থানা একটি, কোতোয়ালি থানায় দুইটি মামলা হয়েছে।

এই পাঁচটি মামলার মধ্যে ৩টির বাদী পুলিশ এবং ২টির বাদী ভুক্তভোগী দুই ব্যক্তি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধের ঘটনায় পাঁচটি মামলায় ৫৩৯ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ