ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

‘বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি সফল করুন’

‘বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি সফল করুন’

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিএনপি ও সমমনা দলগুলোর সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।

সোমবার এক বিবৃতিতে তারা বলেন, বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।
দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, দলীয় নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ