ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে সড়ক দুর্ঘটনা পুলিশ সদস্য নিহত

Screenshot 20230925 004053 Facebook - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট মহানগরীর আম্বরখানায় সিএনজি অটোরিকশা -পিকআপ সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে বিমানবন্দর সড়কে আম্বরখানা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম বুরহান উদ্দিন। তিনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তাহার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামে।

ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশা যোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। পুলিশ ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ