ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর

Screenshot 20231029 154948 Facebook - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটে খবরের কাগজ পত্রিকার ফটো সংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করেছে বিএনপির পিকেটাররা। রোববার সকালে নগরীর দরগা গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নগরীর দরগা গেইট এলাকায় এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির মিছিল। এ সময় বিএনপি-পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। এসময় একদল পিকেটার অতর্কিতভাবে যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময় ফটোসংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেলেও আক্রমণ চালানো হয়। পিকেটাররা মুখে কাপড় বেঁধে যানবাহন ভাঙচুর করতে দেখা গেছে।

খবরের কাগজের ফটোসাংবাদিক মামুন দরগা গেইট এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার এক পাশে রেখে ফটো তুলতে গেলে এ ঘটনা ঘটে।

মামুন জানান, হরতালের শুরুতে সিলেট কেন্দ্রীয় বাসটার্মিনালে লাইভ সম্প্রচার করে তিনিএখানে এসেছিলেন। তার মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লেখা থাকা সত্ত্বেও পিকেটাররা আক্রমণ করে।

ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ তাৎক্ষণিক অনুসন্ধান করে জানা গেছে, মোটরসাইকেল ভাঙচুরকারীরা সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকীর অনুসারী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ