ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটের রাস্তায় বিএনপি-জামায়াত: উত্তাপ ছড়িয়েছে হরতালে

সিলেটের রাস্তায় বিএনপি-জামায়াত: উত্তাপ ছড়িয়েছে হরতালে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল সকাল সাড়ে আটটা পর্যন্ত হরতাল সমর্থকদের কোনো তৎপরতা
চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সরব উপস্থিতি উত্তাপ ছড়িয়েছে হরতালে।
রবিবার ( (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিএনপি-জামায়াত এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রাস্তায় নেমে পিকেটিং শুরু করে।
এদিকে সিলেটের গুরুত্বপূর্ণ সকল রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা জনগনের জান মাল রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
যে স্থানেই হরতাল সমর্থক নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেখানেই উপস্থিত হয়ে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের।

সকাল ৯টার দিকে ৩০-৩৫ টি মোটরসাইকেলে করে বিএনপি নেতাকর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়কে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ ১০-১২টি গাড়িতে ভাঙচুর চালান।

সকাল ১০টার দিকে হরতাল সমর্থকরা দক্ষিণ সুরমায় সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে দরগাহ গেইটে রিকশায় আগুন এবং একটি সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা।

এদিকে সিলেটে ভোর থেকে নিয়মিত পুলিশের পাশাপাশি বিশেষ টিম ‘ক্রাইসিস রেন্সপন্স টিম- সিআরটি’ রয়েছে মাঠে। এছাড়া সাদা পোশাকেও পুলিশ বাহিনী রয়েছে মাঠে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার) পিপিএম বলেন- সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।

দোকানপাট এবং শপিংমল বন্ধ রয়েছে। কিছু অটোরিকশা এবং রিকশা ছাড়া যানবাহন চলাচল করছে না। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ