ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের গুলি আইল্যান্ড পরিদর্শনে

বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের গুলি আইল্যান্ড পরিদর্শনে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বৈধ পথে রেমিটেন্স পাঠানোর লক্ষ্যে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল দেশটিতে অবস্থিত গুলি আইল্যান্ড পরিদর্শন করেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) প্রতিনিধি দলটি গুলি আইল্যান্ড পরিদর্শনে যায়।

মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান।

গুলি আইল্যান্ডের স্থানীয় একটি মিলনায়তনে ওই আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ প্রবাসীদের দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ করেন। পাশাপাশি ই-পাসপোর্ট, স্থানীয় আইন মেনে চলা এবং স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়া তিনি সরকারের সার্বজনীন পেনশন স্কিমে (প্রবাস) রেজিস্ট্রেশন করার জন্য প্রবাসী কর্মীদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ