ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বড়লেখায় দক্ষিণবাজার রেলওয়ে জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন

বড়লেখায় দক্ষিণবাজার রেলওয়ে জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘ প্রতীক্ষিত দক্ষিণ বাজার রেলওয়ে জামে মসজিদের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

সকলের সহযোগিতায় মসজিদ কমিটির উদ্যোগে বিগত ৮ মাস পূর্বে মসজিদের নতুন ভবনের কাজ শুরু করা হয়েছিল।

শুক্রবার (২৭ অক্টোবর ) দুপুরে মসজিদের উদ্বোধন ফলক উন্মোচিত হয়। পরে জুমার নামাজ শুরু হওয়ার আগে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো:রেজাউল ইসলাম মিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল করিম (সি আই পি),বড়লেখা পৌর সভার মেয়র আবুল ইমাম মো:কামরান চৌধুরী,সদর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল প্রমূখ।

বক্তরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন অনেক জটিলতা অতিক্রম করে মসজিদ আজ প্রথম জুমার নামাজ আদায় সম্ভব হওয়ায় উনারা মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। মসজিদ নির্মাণের দীর্ঘ প্রচেষ্টার কথা উল্লেখ করে তাদের একান্ত আগ্রহ,ব্যক্তিগত এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার কথাও স্মরণ করেন। মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়,নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন।

নামাজ ও বয়ায়নের আগেই মুসল্লিতে পূর্ণ হয়ে যায় মসজিদ। নামাজ ও দোয়ার পর বহু সংখ্যক মুসল্লি মসজিদটির উদ্বোধনে আগত সকল অতিথি ও কমিটির সবার সঙ্গে কুশল বিনিময়কালে দৃষ্টিনন্দন ও সুপরিসর এ মসজিদ নির্মাণের একান্ত প্রচেষ্টার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

নামাজ শেষে দেশ-জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ