
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মাসুদ খাঁন (৩৩) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
নিহত মাসুদের স্ত্রী শরিফা আক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আজ বুধবার আটক ট্রাক চালক জসিম উদ্দিনকে (৩০) গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি পুলিশ।
ট্রাক চালক জসিম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের আলামিন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলা দায়েরর পর আটক ট্রাক চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অনন্ত গোলাম আলীপুর নামক স্থানে ইটবোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মাসুদ খাঁন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক ও ট্রাক গাড়িটি আটক করে।
পরে রাতে মাসুদের স্ত্রী বাদী হয়ে ওই ট্রাক চালকের বিরুদ্ধে সড়ক আইনে মামলা করেন।