
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের বিভিন্ন প্রজাতির শতাধিক চারাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ।
বুধবার (২৫ অক্টোবর) বিকালে মাধবপুর উপজেলা শাহজানপুর ইউনিয়নের বাগবাড়ি এলাকার শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম জানান, তার বাপ দাদার পুরাতন একটা জায়গা ক্রয় করে সেই জায়গায় বিভিন্ন প্রজাতির শতাধিক চারাগাছ রোপন করে।
এই জায়গা নিয়ে প্রতিবেশী একই এলাকার হাবিবুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমের সাথে বিরোধ সৃষ্ট হয়। এই বিরোধের জের ধরে শফিকুল ইসলামের জমিতে বিভিন্ন প্রজাতির চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠে হাবিবুর রহমান ও তার স্ত্রী বিরুদ্ধে। এই বিষয়ে শফিকুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।