ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

চুনারুঘাটের বিভিন্ন পুজাঁমন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দেবী চন্দ

চুনারুঘাটের বিভিন্ন পুজাঁমন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দেবী চন্দ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চুনারুঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।

২২ শে অক্টোবর রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত চুনারুঘাটে আমু চা বাগান পূজা মন্ডপ, নলুয়া চা বাগান পূর্ব টিলা পূজা মন্ডপ,নালুয়া চা বাগান ধরমনাথ পূজা মন্ডপ,ইকরতলী ছয়শ্রী মনিপুরী পাড়ার দুটি দূর্গা পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।

ইকরতলী পূজা মন্ডপ পরিদর্শনে পৌঁছলে জেলা প্রশাসককে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং ফুল দিয়ে স্বাগত জানান পূজা পরিচালনা কমিটি নেতা বীরেশ্বর সিংহ,কৃষ্ণ সিংহ, ও উজ্জ্বল সিংহ।

এ সময় জেলা প্রশাসক এর সাথে ছিলেন উনার স্বামী রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি উত্তম পাল,চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সির্দ্ধার্থ ভৌমিক,সহকারী কমিশনার মাহবুব আলম ও স্থানীয় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,সাংবাদিক সহ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ