
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি মদসহ দুইজনকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল গভীর রাতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই রিয়াজ উদ্দিনে নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগান পুরান লাইন বিমল তাঁতি এর বাড়ির বাশ ঝাড়ের সামনে হতে ৪০ বোতল হুইস্কি বিদেশী মদসহ মৃত বিষ্ণু তাঁতির ছেলে বিমল তাঁতি,দীনেশ তাতীর ছেলে হৃদয় তাকিকে আটক কারা হয়।
চুনারুঘাটে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে।