ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুর্নমিলনী 

তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুর্নমিলনী 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :২০ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

১৯৫০সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে এই প্রথম বারের মত পূর্ণ মিলনীর আয়োজন করে ২০০৩ ব্যাচ এর শিক্ষার্থীরা।

শনিবার সকাল ৯টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাজারের নৌকা ঘাট থেকে যাত্রা শুরু করে টাংগুয়ার হাওর, শহীদ সিরাজলেকসহ বিভিন্ন পর্যটন স্পষ্ট গুরা খাওয়া দাওয়া দিন ভর নাচ গান হৈ-হুল্লোড় আনন্দ করে দিনটি শেষ করা হয়।

এই পূর্ণ মিলনী অনুষ্ঠানে এসএসসি ২০০৩সালের আরিফ মোরাদ তালুকদার, আশীষ দাশ, আবু সুফিয়ান টিপু, আলী আহমদ, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সামরুল ইসলাম, তাপস দাশ, আরাফাত রহমান, দীপঙ্কর পাল, আনিসুর রহমান, অপূর্ব দাশ, শ্যামল বর্মন, পঙ্কজ কান্তি, সংকর দাশ, তানজিমুল হক কলিন, সাকিব মুন খোকন, চয়ন পুরকায়স্থ, রাতুল রায়,রিপন বর্মন, জুবায়ের ইসলাম লিমন, আবুল বাসার,তরিকুল ইসলাম জুবায়ের,মোবাশ্বির আহমদ খান, অলক তালুকদার, মোস্তাফিজুর রহমান শিবলী, শিমুল আহমেদ, বাবলু তালুকদার, জহির রায়হান সহ ২৭জন অংশ গ্রহণকারী শিক্ষার্থীকে স্মৃতি হিসাবে ক্রেস ও টি শার্ট দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ