
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৪-২০২৫ বর্ষের জন্য এম আব্দুল জলিলকে সভাপতি (দৈনিক মানবজমিন) ও জাহিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক (দৈনিক ভোরের কাগজ) এবং শেখ জাহিদ হাসান (দৈনিক আমাদের বাংলা) কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি খন্দকার বদরুল আলম, (দৈনিক জৈন্তা বার্তা), সহসভাপতি নজরুল ইসলাম (অনাবিল সংবাদ ডটনেট), রায়হান আহমদ (বিয়ানীবাজার টাইমস ২৪ ডটকম) সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল (দৈনিক আজকালের খবর), রেজাউল করিম শাহান (জাহো বাহে টোয়েন্টিফোর ডটকম), সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (সাপ্তাহিক সোনালী সিলেট) কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম আহমদ (সিলেট ভয়েস টুয়েন্টিফোর ডটকম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ (গোলাপগঞ্জ বিয়ানীবাজার সময় সংবাদ ডটকম) নির্বাহী সদস্য আজিজ খান (দৈনিক শ্যামল সিলেট), মোঃ রুবেল আহমদ (টাইমস ট্রিবিউন), ফাহাদ হোসাইন (সিলেটের দিনকাল)।