
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :অনলাইন মন্দির ভিত্তিক চ্যানেল বৃন্দাবন টিভি পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ভিন্ন আঙ্গিকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শারদ উপহার তুলে দেন দুই জন রক্ত মাংসে গড়া দুর্গা মায়ের হাতে।উপহার হিসাবে দুই সেলাই মেশিন তুলে দেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরাম জিউ আখড়া কমিটির সভাপতি শ্রী গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারন সম্পাদক শ্রী শ্যামল দে, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ধনঞ্জয় দাশ ধনু, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তাপশি চক্রবর্ত্তী, যুব ঐক্য পরিষদ সিলেট শাখার সহ-সভাপতি এডভোকেট লিটন দেব, মিরাবাজার সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক সত্যপ্রিয় দাস শিবু, তরুণ সংগঠক ও বৃন্দাবন টিভির অন্যতম সদস্য সন্দীপ চক্রবর্ত্তী রুপক, বৃন্দাবন টিভি’র পরিচালক ও কলাকৌশলিবৃন্দ দেবাশীষ পাল, রাজন মালাকার, বাপ্পন চক্রবর্ত্তী, আকাশ দাশ, বিশ্বজিৎ মালাকার এবং সংগঠক অলক বৈদ্য সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
বক্তারা বৃন্দাবন টিভি’র মানবিক উপহার প্রধানের প্রসংশা করেন।