
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন এমদাদ রহমান। তিনি দীর্ঘদিন থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
শুক্রবার (২০ই অক্টোবর ) সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ২১ই অক্টোবর থেকে আমি ব্যক্তিগত কাজে দেশের বাহিরে অবস্থান করবো। দেশের বাহিরে অবস্থাকালীন সময়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন এমদাদ রহমান।