
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিক মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে মোগলাবাজার থানাধীন পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. হারুন মিয়া (৫৩)। তিনি মোগলাবাজার থানার উলালমহল গ্রামের মৃত আত্তর আলীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন।
তিনি জানান- হারুন মিয়া পানিগাঁওয়ের মশকুর আহমদ নামের একজনের ঘরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি এস. এম মাইন উদ্দিন।