ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ঢাকা থেকে সিলেটগামী সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। এ সময় মহাসড়কে দু’পাশ দখল করে রাখা যানজট সৃষ্টিকারি পণ্যবাহী ট্রাক, বাস, পিক-আপ,কাভার্ড ভ্যান সহ বিভিন্ন যানবাহন অপসারণ ও আড়তের মাছের ক্যারেট ও ড্রাম অপসারণ করা হয়। এছাড়াও শায়েস্তাগঞ্জ গোলচক্কর হকারমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) দুপুর ১২ টার দিকে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঢাকা সিলেট মহাসড়কে নতুনব্রিজ যানজট নিরসনসহ সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছে।

জাতীয় ও বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সংবাদটি নজরে আসার পর নতুনব্রিজ গোলচক্কর হকার মুক্ত সহ মহাসড়কের আশপাশ ও গোলচক্করের পর্বদিকে ঢাকা থেকে সিলেটগামী সড়কে অভিযান চালিয়ে মহাসড়কের উপর রাখা মাছের ক্যারেট ও বড় বড় ড্রাম অপসারণ করা হয়েছে।

এসময় মাছের আড়তের কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। যানজট নিরসনে আড়তের বিভিন্ন ব্যবসায়ীকে অবহিত করা হয়েছে পূনরায় মহাসড়কে কোন ধরনের লোডআনলোড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ অংশে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ঢাকাগামী রাস্তার দুপাশ দখল করে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক গুলি মহাসড়কে দাড় করিয়ে লোনআনলোড করে প্রায়ই যানজট সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা । এতে ব্যস্ততম এ সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলে হাজারো যানবাহন। এ ছাড়া যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। এসংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসে পুরিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের। স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, মহসড়কে যানযট মুক্ত করায় পথচারী সহ অন্যান্য যানবাহন নিরাপদে যাতায়াত করতে পারছেন। তিনি হাইওয়ে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখতে দাবী জানান। হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার শহীদ উলল্যাহ বলেন, মহাসড়কে শৃংখলা বজায় রাখতে শায়েস্তাগঞ্জহাইওয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ