ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জামালগঞ্জে সুরমা নদীতে চাঁদাবাজি, আটক ১

জামালগঞ্জে সুরমা নদীতে চাঁদাবাজি, আটক ১

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বিআইডব্লিউটিএ এর নামে দুর্লভপুর এলাকায় চাঁদাবাজির সময় একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, বুধবার বিকেলে সুরমা নদীতে সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক চাঁদাবাজি বন্ধে অভিযান পরিচালনা করেন।

এসময় চলতি নদীতে বিআইডব্লিউটিএ এর নামে অবৈধ চাঁদাবাজির সময় তাহিরপুর উপজেলার সিকসা গ্রামের মৃত. আব্দুস সুবহানের ছেলে মো সাবা মিয়াকে নৌকা সহ আটক করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার এসআই দিলু সহ সঙ্গীয় ফোর্স। আটককৃত সাবা মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ১০দিনের সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, নৌপথে চাঁদাবাজি বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। নৌপথের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ