
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায়, বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচএম ডা: ইশতিয়াক মামুন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, ওসি তদন্ত মো: আতিকুর রহমান, জেলা আ. লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আ. লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মো: ফারুক পাঠান, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী শেখ ইসমাত জাহান তাইবা প্রমূখ।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ৬০ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বক্তারা শহীদ শেখ রাসেলের স্মৃতিচারণ করেন এবং বলেন, শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়। আরও বলেন শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু কিশোর তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম। মানবিক চেতনাসম্পন্ন সকল মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকান্ডের শোককে অন্তরে ধারণ করে বাংলার প্রতিটি শিশু কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধু ও শিশুপুত্র শেখ রাসেলের দন্ডপ্রাপ্ত খুনিরা৷ এখন ও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে।সেই সকল দন্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবী জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সদস্য ত্রিপুরারী দেবনাথ তিপু সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য, শেখ রাসেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা সভায় শেখ রাসেলের থিমস ভিডিও ক্লিপ পর্দায় উপভোগ করা হয়। উপজেলায় জয় SET Center উদ্বোধন করা হয়। সর্বশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়