ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মালয়েশিয়ায় নাইট ক্লাব থেকে ৩৩ বাংলাদেশি আটক

Untitled 13 copy - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানায় পরিচালিত চারটি অবৈধ নাইট ক্লাবে (মুজরা) অভিযান চালিয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় ক্লাব থেকে ৩৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এসব ক্লাবে নাচের জন্য বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে নারীদের পাচার করা হয়।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে সিআইডির উপপরিচালক রুশদি মো. ইসা বলেন, গত ১৫ অক্টোবর রাত আড়াইটায় এই অভিযান শুরু করা হয়। ওই কমপ্লেক্সে প্রায় ১ বছর ৩ মাস ধরে এই অশ্লীল নৃত্যের ক্লাব চলছিল। অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন, সিআইডি এবং বুকিত আমান পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

রুশদি মো. ইসা বলেন, রাজধানী কুয়ালালামপুরে জালান দাং ওয়াঙ্গির উইলাইয়াহ কমপ্লেক্সে চারটি মুজরা বা স্ট্রিপস ক্লাবে অভিযান চালানো হয়। এর প্রত্যেকটির মালিকানা বাংলাদেশিদের। এসব ক্লাবে বিদেশি নারীরা অশ্লীল নৃত্য প্রদর্শন করতেন, যার মূল দর্শনার্থী বাংলাদেশি ও পাকিস্তানিরা।

প্রাথমিকভাবে মানবপাচার সংশ্লিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান রুশদি। তিনি জানান, এসব ক্লাব সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত পরিচালিত হতো। এখানে মঞ্চে থাকা নারীদের শরীরে টাকা ছুড়তেন দর্শনার্থীরা। যিনি বেশি টাকা ছুড়তেন তার জন্য নৃত্য করতেন এবং বিনোদন দিতেন নারীরা।

রুশদি আরও জানান, দুটি ক্লাবে বাংলাদেশি ম্যানেজার এবং একজন কর্মচারীকে ইমিগ্রেশন আইনের ধারায় আটক করা হয়েছে। এ ছাড়া ইমিগ্রেশন অ্যাক্টের ৬(১) (সি) ধারায় এসব ক্লাব থেকে ৩৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা সবাই ক্লাবের গ্রাহক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ