ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুরে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেফতার

393673348 1049867686204273 4254102498819526135 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন সময় আরো দুই জুয়াড়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত জুয়াড়ীদের কাছ থেকে আট হাজার ৬শত টাকাসহ খেলায় ব্যবহৃত (সরঞ্জাম) তাসের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়া, মঙ্গলবার (১৭-অক্টোবর) রাত্রে সা‌‌ড়ে ৩ টায় খবর পেয়ে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম, এসআই মানিক কুমার সাহার নেতৃত্বে এএসআই জিয়াউর রহমানে’র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের আলমগীরে টিনশেড বসত ঘরে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ৬ শত টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আলমগীর মিয়া (৪৫) একই গ্রামের মৃত শানু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৫), নরুল ইসলাম ছেলে এখলাছ মিয়া (৪০) ছেনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) সর্ব খাটুরা গ্রামের খড়কী গ্রামের দিলু মিয়ার ছেলে মোতাব্বির হোসেন (৩০), মৃত্যু রফিক মিয়ার ছেলে হেফজুর রহমান (৩৮)।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, মঙ্গলবার দুপুরে জেলা বিচারক আদালতে জুয়াড়ীদের পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,দুই পলাতক জুয়াড়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ