ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যত অর্জন

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যত অর্জন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে পাকিস্তান ৬ উইকেটের জয় নিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। শ্রীলঙ্কার করা ৩৪৪ রান তাড়া করে জয় পেয়েছে ১৯৯২ সালের চ্যাম্পিয়ন দলটি। এই জয় তাদেরকে রেকর্ড বইয়ে স্থান করে দিয়েছে। সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে পাকিস্তান। একই সঙ্গে এ ম্যাচে একাধিক নতুন রেকর্ড হয়েছে। তার কিছু এখানে তুলে ধরা হলো।

৩৪৫- বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের রান। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পাওয়ার রেকর্ড এটি। এর আগে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের কীর্তি ছিল আয়ারল্যান্ডের। ২০১১ সালের বিশ্বকাপে এই ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান করে জিতেছিল।

– ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বেশি রান (৩৪৫) তাড়া করে পাওয়া জয়ের তালিকায় স্থান করে নিয়েছে এটি। এর আগে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ৩৪৯। ২০২২ সালে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি দেখিয়েছিল তারা। পরে ব্যাটিং করে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো দলের সবচেয়ে বেশি রান এটি। এর আগে ২০১২ সালে হোবার্টে সিবি সিরিজে ভারত ৩২১ রান করেছিল।

৮-০ বিশ্বকাপের মুখোমুখিতে পাকিস্তান ৮ শ্রীলঙ্কা ০। অর্থাৎ বিশ্বকাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কার কোনো জয় নেই। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি জয়ের কীর্তি এটি। এর পরেই রয়েছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ৭-০তে এগিয়ে ভারত।

৪- পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে চারটি সেঞ্চুরি হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে এক ম্যাচে চার সেঞ্চুরির প্রথম ঘটনা এটি। আর ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয়। ওয়ানডেতে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল লাহোরে। ১৯৯৮ সালে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচে প্রথমবার চার সেঞ্চুরি হয়েছিল। দ্বিতীয়বার ২০১৩ সালে। এবারও রয়েছে অস্ট্রেলিয়া। নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে দ্বিতীয়বারের মতো ক্রিকেট ভক্তরা এক ম্যাচে চার সেঞ্চুরি দেখেছিল।

৬৫- সেঞ্চুরি করতে মেন্ডিসের খেলা বলের সংখ্যা। পুরুষদের বিশ্বকাপে দ্রুতততম সেঞ্চুরির তালিকায় এটি ষষ্ঠ স্থানে। এর আগে শ্রীলঙ্কানদের মধ্যে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন কুমার সাঙ্গাকারা। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ বলে তিন অঙ্কের যাদুকরী রানের দেখা পেয়েছিেলেন তিনি।

১-পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের অভিষেক ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন আব্দুল্লাহ শফিক। এর আগে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের কীর্তি ছিল মহসিন খানের। ১৯৮৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রান করেছিলেন তিনি।

১৭৯- মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিকের জুটিতে আসা রান। বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। শীর্ষে রয়েছে সাঈদ আয়োনার ও ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তির করা ১৯৪ রান। ১৯৯৯ সালে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং জুটিতে এ রান করেছিলেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ