
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :‘অন্তর্জাল’ সিনেমা মুক্তির পর নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি যুক্ত হয়েছেন ‘চরিত্র’ শিরোনামের নতুন একটি সিনেমায়। এছাড়াও তার হাতে আছে কয়েকটি চিত্রনাট্য। যার কাজও শুরু হবে শিগগিরই। আর এসব খবর ভক্ত-দর্শকদের সঙ্গে তিনি নিজেই শেয়ার করেছেন ফেসবুকের মাধ্যমে।
বর্তমানে সুনেরাহ আছেন কক্সবাজারে। আছেন বেশ ফুরফুরে মেজাজে। সোমবার ফেসবুকে এমনই ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। সঙ্গে এও লিখিছেন, ‘ঘৃণা করার মতো শক্তি আমার নেই। আমি বরং তোমাকে ভালোবাসি, তোমার ভালো চাই, তোমার আরোগ্য কামনা করি।’
তবে কথাগুলো সুনেরাহ কাকে উদ্দেশ করে লিখেছেন, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। পাওয়া যায়নি মুঠোফোনেও।
এদিকে, সুনেরাহ অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপনের পরিচালনায় এটি মুক্তি পেয়েছে গেল ২২ সেপ্টেম্বর। বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ধাঁচের এই সিনেমায় সুনেরাহ’র পাশাপাশি আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমনসহ অনেকে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডাতেও ‘অন্তর্জাল’ চলছে সগৌরবে।