ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বিচারপতি আজাদকে সতর্ক করলেন প্রধান বিচারপতি

বিচারপতি আজাদকে সতর্ক করলেন প্রধান বিচারপতি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’– একটি মামলায় জামিন শুনানিতে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ এমন মন্তব্য করায় তাকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেলে হাইকোর্ট বিভাগের ওই বিচারপতিকে খাস কামরায় ডেকে সতর্ক করার পাশাপাশি এ ধরনের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চান প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, এ সময় আপিল বিভাগের অন্যান্য বিচারপতি সেখানে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আগামী রোববার বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ অবসরে যাবেন। ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তাকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। অবসরের পাঁচ দিন আগে এমন বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এলেন তিনি।

প্রধান বিচারপতি ওই সময় ইমদাদুল হক আজাদকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত আদালতে বিচারকাজের সময় মন্তব্য করার ব্যাপারে আরও যত্নশীল হতে বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ