ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

মাধবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মাধবপুরের আরিছপুর গ্রামে রাতের আঁধারে বিষ দিয়ে আব্দুল মান্নানের পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৭ অক্টোবর) গভীর রাতে চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলার আরিছপুর গ্রামের আব্দুল মান্নান বাদী হয়ে একই গ্রামের আহম্মদ আলীর ছেলে ফারুক মিয়াকে আসামি করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর গভীর রাতে বিষ দিয়ে মান্নান এর পুকুরের মাছ মেরে ফেলে ফারুক মিয়া ও গংরা।
পুকুরের মালিক মান্নান জানান, পূর্ব সূত্রুতার জেরে আমাদের পুকুরের মাছ মেরে ফেলেছে। এতে প্রায় ৩ মণ বিভিন্ন প্রকার মাছ মারা গেছে।

মাধবপুর থানার ওসি রফিকুল ইসলাম খাঁন জানান, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ