
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, রোগীর কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনার মধ্যে দিয়ে মানসিক রোগের সমস্যা সমাধান সম্ভব।
১০ অক্টোবর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র কলেজের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী। তিনি বলেন, ‘রোগীর কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনার মধ্যে দিয়ে মানসিক রোগের সমস্যা সমাধান সম্ভব। চিকিৎসকদের বিষয়টি ভালোভাবে খেয়াল করতে হবে।’
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন বলেন, ‘প্রান্তিক পর্যায়ে মানসিক রোগের চিকিৎসক অপ্রতুল। এই অপ্রতুলতার সুযোগ নিচ্ছে ঝাঁড়-ফুক পানি পড়া ইত্যাদি। এই শ্রেনীর লোকদের চিকিৎসার আওতায় আনতে বেশি বেশি মানসিক চিকিৎসক পদায়ন করা প্রয়োজন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শফিউল ইসলাম এবং অন্যান্য বিভাগের শিক্ষক-চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।