ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

salo 1696926970 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ফিশারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, বাসটি অতিরিক্ত গতিতে চালানোর ফলে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ফিশারী নামক স্থানে সিলেটগামী শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো ১৪-৬২১৪ যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় বাসে থাকা অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। তৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ খাদে পড়া বাসটি উদ্ধার করেন। দূর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ