
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আশ্বিনের টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে বিশ্বনাথ উপজেলার শতকেরও বেশী হেক্টর জমির রোপা আমন ধান এবং আগাম শীতকালীন সবজির ক্ষেত।এতে করে ক্ষতির মুখে পড়েছেন এ উপজেলার কয়েক হাজার কৃষক।বর্ষা মৌসুমে দেখা মেলেনি কাঙিত বৃষ্টির কিন্তু আশ্বিনে এসে হঠাৎ করে আবহাওয়ার এমন বৈরীতায় রোপা আমন নিয়ে চরম সংকটে পড়েছেন কৃষকরা।তারা স্বপ্ন দেখেছিল এবার সবকিছু ঠিক থাকলে আমন ধানের বাম্পার ফলনের কিন্তু টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকদের সেই সোনালী স্বপ্ন। এর ফলে স্থানীয়রা পড়তে পারে চরম খাদ্য সংকটে এবং ব্যাঘাত ঘটতে পারে লক্ষ্যমাত্রায়।এছাড়া নষ্ট হয়েছে কৃষকদের নানান জাতের শীতকালীন সবজির ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছও।
কৃষি অফিস কর্তৃক জানা যায় চলতি আমন মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রা ১৩ হাজার ২৩০ হেক্টর নির্ধারিত হলেও অধিক জমিতে আমন ধান আবাদ হয়েছে। কিন্ত হঠাৎ করে আশ্বিনের টানা বৃষ্টিতে উপজেলার প্রায় ১৬০ হেক্টর নিচু জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। পানি যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে তেমন ক্ষতি হবেনা।
সরেজমিনে উপজেলার লামাকাজী, খাজাঞ্চি, অলংকারী, রামপাশা, দৌলতপুরসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন ছেট বড় হাওয়রের কয়েক হাজার হেক্টর নিচু জমির রোপা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।।
কৃষক কবির মিয়া বলেন, বৃষ্টির পানিতে আমার কয়েক একর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। এতে আমার প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতিতে আমি এবং আমার পরিবারের সকল সদস্যদের কপালে হতাশার ভাঁজ পড়েছে। আল্লাহ ছাড়া এ থেকে উত্তরণের আমার আর কোন পথ নেই। এ রকম উপজেলার আরো অনেক কৃষক তাদের হতাশার কথা এ ভাবে ব্যক্ত করেছেন।