
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চলমান ওয়ানডে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। এ ম্যাচে নেট রান রেটেও ভালো করেছে লাল-সবুজের দল। ফলে অংশগ্রহণ করা ১০ দলের একটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বাংলাদেশের উন্নতি চোখে পড়েছে।
আসরে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পাওয়া নিউজিল্যান্ড শীর্ষে অবস্থান করছে। তাদের নেট রান রেট +২.১৪৯। শ্রীলংকাকে ১০২ রানে হারানো দক্ষিণ আফ্রিকা +২.০৪০ নেট রান রেট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। আর নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে +১.৬২০ নেট রান রেট নিয়ে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ আফগানিস্তানকে ৬ উইকেট ও ৯২ বল বাকি থাকতে হারিয়েছে। এ জয়ে +১.৪৩৮ নেট রান রেট নিয়ে শীর্ষ চারে রয়েছে টাইগাররা। এই চার দলেরই পয়েন্ট ২।
গতকাল ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে জিতলেও স্বাগতিকরা পাঁচে রয়েছে। ২ পয়েন্ট পাওয়ার রোহিত শর্মার দলের নেট রান রেট 0.৮৮৩। আর হেরে যাওয়া পরের পাঁচটি তালিকায় যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও ইংল্যান্ড।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচডিএলএস পদ্ধতিতে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের ৩৫৬ রানের জবাবে ১২৮ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটাই রানের বিচারে ভারতের সবচেয়ে বড় জয়। এমন হারকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তবে এক ম্যাচ হেরে পাকিস্তান খারাপ দল হয়ে যায়নি বলেও মনে করেন তিনি।
গতকাল ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, পাকিস্তান বেশ অপমানজনকভাবে হেরেছে। পাকিস্তান ১২৮ রানে অলআউট হয়েছে। এটা খুবই অপমানজনকজনক ব্যাপার। এত ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিল? আর এত ভালো দল ভারতকে ম্যাচে ফেরার সুযোগ কেন দিল? এই সিদ্ধান্ত আমার কাছে একটু অদ্ভুতই ঠেকেছে। এর ফলও এখন আপনারা দেখতে পাচ্ছেন।
তবে এক ম্যাচের কারণে পাকিস্তানকে খারাপ দল বলতেও নারাজ শোয়েব। তিনি বলেন, এক ম্যাচ দিয়েই পাকিস্তানকে বাতিল করা যাবে না। যেমন এক ম্যাচ দিয়ে ভারতকেও বাতিল করার সুযোগ নেই। ভারতকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় তাদের খুব ভালোভাবেই প্রাপ্য ছিল। তারা দুর্দান্ত খেলেছে।