
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, পিএইচডি, এইসি, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও নবীন শিক্ষার্থীবৃন্দ। পবিত্র কোরআন হতে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে। শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন। নবাগত শিক্ষার্থীদের মধ্যে থেকে একাধিক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে। এরপর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ বক্তব্যের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়মকানুন মেনে নিয়মিত শ্রেণি পাঠদানসহ সব সহপাঠ্যক্রমিক বিষয়ে অংশগ্রহণ করতে হবে। প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সাথে নম্র ও বিনয়ের সাথে আচরণ করবে। নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপাশি সুকুমার বৃত্তির বিকাশে স্বত:স্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে হবে এবং একজন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, সফলতার জন্য নিজের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ও স্বপ্নের চারণভূমি তৈরি করতে হবে এবং সেই ভূমিতে অধ্যবসায় ও শ্রমের অনুসঙ্গ যুক্ত করতে হবে, তবেই আসবে কাঙ্খিত সফলতা। শিক্ষার্থীরা যেন স্বপ্নের চেয়েও বড় হতে পারে সে প্রত্যশা রেখে তিনি বক্তব্য শেষ করেন। পরিশেষে নবাগত শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য যে, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০১৯ সালে যাত্রা শুরু করে। সম্মানিত প্রধান উপদেষ্টা, জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং সম্মানিত পরিচালনা পর্ষদ সভাপতি, ব্রিগেড কমান্ডার ৩৬০ পদাতিক ব্রিগেড-এর দক্ষ নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে দেশব্যাপী খ্যাতি ছড়িয়েছে।